নামের মধ্যেই ছেলের ছবি
বিনোদন ডেস্কঃ বলিউডের তারকা দম্পতির রিতেশ ও জেনেলিয়ার সংসারে সম্প্রতি ছোট্ট নতুন সদস্য যোগ হয়েছে। আর প্রথম সন্তানের নাম যে ‘রিয়ান’ রাখা হয়েছে, সে খবরও সকলেই ইতোমধ্যে জানেন। কিন্তু যেটা জানেন না বা দেখেননি সেটা হচ্ছে রিয়ানের ছবি।
সম্প্রতি রিতেশ নিজের ছেলে রিয়ানের ছবি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন কিন্তু সেটি একটু অন্যভাবে। ছেলের নামের মধ্যেই লুকিয়ে আছে ছেলের ছবি। ইংরেজি বড় হাতের অক্ষরে লেখা রিয়ান নামটির মধ্যেই ঘুমন্ত ছোট্ট রিয়ানের ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন রিতেশ।
বোঝাই যাচ্ছে তাদের পরিবারে এই নতুন সদস্যকে নিয়ে তারকা দম্পতি যারপরনাই আনন্দিত। দিনের অধিকাংশ সময়টাই এখন ছোট্ট রিয়ানকে নিয়ে কাটছে তাদের। জেনেলিয়ার বক্তব্য, ওর আসার সঙ্গে সঙ্গে যেন রিতেশের বয়সও অনেকখানি কমে গিয়েছে। সে নিজের সব কাজ ফেলে রিয়ানের সঙ্গেই সময় কাটাচ্ছে।