হিউজের সম্মানে অসিদের টি-শার্টে ৪০৮
স্পোর্টস ডেস্কঃ আগামী ৯ ডিসেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ফিলিপ হিউজকে শ্রদ্ধা জানাবেন হাডিন-জনসনরা।সদ্যপ্রয়াত এই ক্রিকেটারের সম্মানে প্রত্যেক অসি ক্রিকেটারের টি-শার্টে লেখা থাকবে ৪০৮ নম্বর।সাধারণত ক্রিকেটারদের টি-শার্টে বোর্ডের লোগোর নিচে
প্রত্যেকের ব্যক্তিগত টেস্ট নম্বর লেখা থাকে। কিন্তু সদ্যপ্রয়াত হিউজকে শ্রদ্ধা জানাতে তার টেস্ট নম্বরই থাকবে অসি ক্রিকেটারদের টি-শার্টে। দলের অন্যতম প্রিয় সদস্যকে সম্মান জানাতে অ্যাডিলেডে আরো কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানা গেছে।প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর নিউ সাউথ ওয়েলসের বোলার শন অ্যাবোটের শর্ট পিচ ডেলিভারির একটি বলে হুক করতে গিয়ে ফিলিপ হিউজের মাথায় আঘাত করে বলটি।সংকটাপন্ন অবস্থায় সিডনি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর না ফেরার দেশে চলে যান হিউজ।