মিলানের জয়!
স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান ফুটবলে দ্বিতীয় সেরা দল এসি মিলান। কিন্তু সম্প্রতি তাদের সময়টা তেমন ভালো যাচ্ছে না। তুলনামূলক দুর্বল দলের কাছেও হেরে যাচ্ছে তারা। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ফিলিপে ইনজাঘির দল।
রোববার ইতালিয়ান সিরি’আ লিগে জেনোয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে এসি মিলান। এটি তাদের টানা দ্বিতীয় জয়। মিলানের জয়ের নায়ক এক ইতালিয়ান ডিফেন্ডার। নাম তার লুকা আন্তোনেল্লি।
জেনোয়ার মাঠে অনেকটা ধুঁকতেছিল মিলান। তবে নিষ্প্রাণ ম্যাচের প্রাণ ফিরিয়ে আনেন আন্তোনেল্লি। খেলার ৩২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার দিয়েগো পেরোতির উড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত হেডে গোলের দেখা পেয়েছেন ইতালিয়ান এই ডিফেন্ডার।
একই দিনে পয়েন্ট খুইয়েছে নাপোলি। ঘরে মাঠে এম্পোলির সঙ্গে ২-২ গোলের ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এম্পোলির হয়ে ১৯ ও ৫৩ মিনিটে গোল করেন সিমোনে ভার্দি ও দানিলে রুগানি। আর নাপোলির পক্ষে গোল দুটি শোধ দিয়েছেন ডুভান জাপাতা ও জনাথন গুজম্যান, যথাক্রমে ৬৭ ও ৭২ মিনিটে।
১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে মিলান। সমসংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান চতুর্থ। শীর্ষে থাকা জুভেন্টাসের অর্জন ৩৫ পয়েন্ট।