বাংলাদেশই হবে পৃথিবীর এক নম্বর ব্র্যান্ডঃ ড্যান ডব্লিউ মজীনা
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘গার্মেন্টস সেক্টরে বিদ্যমান সব সমস্যার সমাধান করে এক সময় বাংলাদেশ বিশ্বের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হবে। সেটা আর বেশি দূরে নয়। যত দ্রুত কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে তত দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ।’সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত তিন দিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনের চতুর্থ সেশনে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রানা প্লাজায় যা ঘটেছে তা অবিশ্বাস্য। এরকম দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশে ঘটেনি। আমাদের কারখানার নিরাপত্তা সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যাতে পরবর্তী সময়ে রানা প্লাজার মতো দুর্ঘটনা আর আমাদের দেখতে না হয়। এ ছাড়া তাজরীন ফ্যাশনসের ঘটনা থেকে অগ্নি নিরাপত্তা সম্পর্কে শিক্ষা নিতে হবে।’ ড্যান মজীনা আরো বলেন, ‘সবাইকে আগে কারখানার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে, তারপর অন্য বিষয়। এ বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে এক সময় বাংলাদেশই হবে পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড।’
বিজিএমইএর সহসভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদের সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন এনডিসি, বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার ড. ফারদিনাল ভন ওয়ি, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, অ্যাকর্ড বাংলাদেশের প্রধান নিরাপত্তা ইনসপেক্টর ব্র্যাড লোভেন প্রমুখ।
এই সেশনে তৈরি পোশাক শিল্প খাত কীভাবে যাত্রা শুরু করেছিল এবং এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তা নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে এই শিল্পখাত কীভাবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যেতে পারে তা নিয়েও কথা হবে। আলোচনা হবে শ্রম অধিকার, সরকারি ও বেসরকারি খাতের নীতিমালা ও সামর্থ্য, দাতা গোষ্ঠীর সহায়তা এবং ব্র্যান্ডদের সংশ্লিষ্টতা নিয়েও ।