পর্দায় আসছে ওবামা ও মিশেলের প্রেম
ইন্টারন্যাশনাল ডেস্কঃ তিন বছর চুটিয়ে প্রেম করার পর মিশেল ওবামার সঙ্গে জুটি বাঁধেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা। বারাক ও মিশেলের গভীর সম্পর্কের রসায়ন যেকোনো দম্পতির কাছে ঈর্ষন্বীয়। এই গভীর সম্পর্কের রসায়ন নিয়ে এবার হলিউডে সিনেমা নির্মিত হতে যাচ্ছে।
‘সাউথ সাইড উইথ ইউ’ সিনেমায় ১৯৮৯ সালের কোনো এক বিকেলে শিকাগোর সাউথ সাইডে ওবামার ডেটিংয়ে যাওয়া নিয়েই শুরু হবে সিনেমাটি। পুরো দৃশ্যটাই মনোরমভাবে ফুটিয়ে তোলার সার্বিক পরিকল্পনা পাকা করা হয়েছে। ওবামা এবং মিশেলের প্রেমের খুটিনাটি নানা কাহিনীকে ঘিরেই গড়ে ওঠবে পুরো বিষয়টা। মিশেলের চরিত্র রূপায়ণে থাকবে উঠতি অভিনেত্রী টিকা সামপটার। তবে ওবামার চরিত্রে কে অভিনয় করবেন এটি এখনো চূড়ান্ত হয়নি। ‘দি হোমগ্রাউন পিকচারস প্রোডাকসন’ সিনেমাটি নির্মাণ করবে।
এই সিনেমায় মূলত মিশেল এবং ওবামার প্রেমের দিনগুলোকে ফুটিয়ে তোলার সার্বিক চেষ্টা করা হবে। সেই সঙ্গে এও দেখানো হবে, যে মিশেল কিভাবে ওবামাকে বিয়ে করার মতো জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি নিয়েছিলো।
১৯৮৯ সালে মিশেল একটি ল’ ফার্মে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানে কোনো একটি কাজে গিয়েছিলেন ওবামা। মিশেলকে দেখেই ভালো লেগে যায় ওবামার। সাহস করে বলেই ফেলে, তুমি কী আমার সঙ্গে ডেটে যাবে?
মিশেল বলেন, ‘ওবামা ঠিক জায়গাতেই নক করেছিলেন। ওই দিন ওর সঙ্গে ঘুরে আসার পর আমি আর আমার মধ্যে ছিলাম না।’
তিন বছর পরে সফল প্রেমের পরিণতি হিসেবে ১৯৯২ সালের ৩ অক্টোবর বিয়ে করেন ওবামা এবং মিশেল।
আগামী বছরের জুলাই থেকে শিকাগোর বিভিন্ন স্থানে এই চলচ্চিত্রের সুটিং শুরু হবে।