সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড
ডেস্ক রিপোর্টঃ সন্তান জন্ম দিয়েও হতে পারে বিশ্বরেকর্ড। জন্মদানের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন রাশিয়ার এক নারী। একটি-দু’টি নয়, তিনি মোট ৬৯টি সন্তানের জন্ম দিয়েছেন। আর তাতেই তাঁর নাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশী সন্তান জন্ম দিয়েছেন রাশিয়ার সুইয়া গ্রামের কৃষক ফেওডোর বাসিলিয়েভের স্ত্রী। এ নারী সর্বমোট ২৭ বার গর্ভধারণ করেছেন। এর মধ্যে যমজ শিশুর জন্ম দিয়েছেন ১৬ বার, তিনটি করে বাচ্চার জন্ম দিয়েছেন ৭ বার। ৪টি করে বাচ্চার জন্ম দিয়েছেন ৪ বার ।সর্বমোট ৬৯টি বাচ্চার জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই মহিলা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ৬৯টি বাচ্চার মধ্যে ৬৭টি বাচ্চা এখনও বেঁচে আছে।
Posted in: জানা-অজানা