বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » শিল্প-সাহিত্য » অভিমান করে নিলামে নোবেল পদক বিক্রি

অভিমান করে নিলামে নোবেল পদক বিক্রি 

ডেস্ক রিপোর্টঃ    নিলামে নিজের নোবেল পদকটাই বিক্রি করে দিলেন জেমস ওয়াটসন। জেনেটিক্সের কিংবদন্তীর স্বর্ণপদকটি বিক্রি হয়েছে ৪৩ লক্ষ মার্কিন ডলারে। প্রাপকের জীবদ্দশায় নোবেল পদক বিক্রির উদাহরণ এটাই প্রথম

nobel

১৯৬২তে ডিএনএ-র গঠন আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন ওয়ারততারপর থেকেই প্রাণীবিদ্যার ইতিহাসে তাঁর নাম জুড়ে যায়। কিন্তু দুহাজার সাতে বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন ওয়াটসন।এরপরই বিজ্ঞানী মহলে কার্যত একঘরে হয়ে পড়েন তিনি। সেই অভিমানেই নোবেল পদক বিক্রি করে দেওয়ার কথা ভাবছিলেন বলে কদিন আগেই জানিয়েছিলেন।অবশেষে সেই নোবেল পদক বিক্রি হলো লন্ডনের নিলামে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone