ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিন্স উইলিয়াম
ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন তিনি।এ সময় বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে আলাপ করেন উভয় নেতা। বন্যপ্রাণী সংরক্ষণে ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়ামের উদ্যোগের প্রশংসা করেন
বারাক ওবামা।তিন দিনের সফরে রোববার রাতে যুক্তরাষ্ট্রে যান প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট উইলিয়াম। তারা প্রথমে নিউ ইয়র্কে যান। সোমবার সকালে রাজধানী ওয়াশিংটনে একাই যান উইলিয়াম।পরে বিশ্বব্যাংকে বন্যপ্রাণী পাচার বন্ধের ওপর বক্তব্য রাখেন প্রিন্স উইলিয়াম।
সূত্র : বিবিসি ও ডেইলি মেইল।