বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাউন্সারে কেঁপে উঠলেন ক্লার্ক!

বাউন্সারে কেঁপে উঠলেন ক্লার্ক! 

স্পোর্টস ডেস্কঃ হিউজের মৃত্যুশোক ভুলে আবার মাঠের লড়াইয়ে ফিরেছে টিম অস্ট্রেলিয়া। মাঠের প্রতিটি কোনায় এদিন শোকের ছায়া।

ব্যাট হাতে ওয়ার্নার শোককে শক্তিতে পরিণত করে ইতিমধ্যে তুলে নিয়েছেন শতক। তবে ক্ষণিকের জন্য কেঁপে ওঠেন মাইকেল ক্লার্ক। মাঠ থেকে স্বেচ্ছা অবসরেও গেছেন তিনি।ইশান্ত শর্মার একটি বাউন্সারে ব্যাট চালাতে যেয়ে ফিরে আসেন ক্লার্ক। পরক্ষণেই মলিন মুখে খোঁড়াতে খোঁড়াতে ঘাসের ওপর বসেও পড়েন। তারপর হালকা বুকডন kalrk

দেন। এসময় গ্যালারিতে উপস্থিতি ছিলেন ক্লার্কের পরিবারের সদস্যরা। টিভি ক্যামেরা বারবার খুঁজে ফিরছিল তাদের অস্থির মুখ। তবে কী হিউজের সেই স্মৃতি ফিরে এসেছিল তাদের মনে?হিউজের স্মৃতি আজ এমনিতেই সবার মনে দাগ কেটে বসে আছে।  হিউজ স্মরণে ছিল নানা আয়োজন। এরই মধ্যে এ টেস্টে হিউজকে ‘অনারারি থার্টিন’ ক্রিকেটার হিসেবে নাম ঘোষণা করেছে অজি ক্রিকেট বোর্ড। তবে, পেশাদার বলে দু’দলই এ টেস্টে ভাল করতে মরিয়া।মাঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অজিদের ৪০৮ নম্বর ক্রিকেটার হিউজের সেই নাম্বার বুকে নিয়ে মাঠে নেমেছেন। দু’দলের ক্রিকেটাররা বড় করে লেখা ৪০৮ এর সামনে দাঁড়িয়ে পালন করেছেন নীরবতা। তাঁর শেষ ইনিংসে করা ৬৩ রানের জন্য ৬৩ সেকেন্ড দিয়েছেন হাততালি। দর্শকদের হাতে ‘নট আউট ৬৩’ লেখা প্ল্যাকার্ড।অ্যাডিলেডে যেন এ কথারই প্রতিধ্বনি হচ্ছে-হিউজ তোমায় ভুলি নাই!

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone