নারীর উন্নয়নের কোনো বিকল্প নেইঃ প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীর উন্নয়নের কোনো বিকল্প নেই।মায়ের অবদান কোনো ভাবেই খাটো করে দেখার উপায় নেই। বেগম রোকেয়ার পথ ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, নারীর উন্নয়নে আমাদের সরকারের অবদান যথেষ্ট। এটা বিশ্বের জন্য অনুকরনীয়। আমাদের দেশে প্রধানমন্ত্রী নারী, পার্লামেন্টের স্পিকার নারী, সংসদ উপনেতা নারী, বিরোধী দলীয় নেতা হচ্ছেন নারী। পৃথিবীর আর কোনো দেশে এ ধরণের দৃষ্টান্ত আছে কি না তা আমার জানা নেই।
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক দেয়ার অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর প্রথম নারী কর্মকর্তাকে সচিব বানাই। আমি ক্ষমতায় আসার পর নারীদেরকে ডিসি ,এসপি, ওসি বানানো হয়েছে। এটা আমাদের সময়ই হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আজ শান্তিরক্ষা মিশনেও মেয়েদের অবদানও অনেক। তারা ভালো কাজ করছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মেয়েরা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।মেয়েরা সুযোগ পেলে অনেক কিছু যে করতে পারে তার প্রমাণ রয়েছে।সুযোগ পেয়ে মেয়েরা আজ এভারেস্ট জয় করতে পেরেছে। আগে মেয়েদেরকে সেনাবাহিনীতে নেয়া হতো না ।আমাদের উদ্যোগের কারনে আজ মেয়েরা সেনাবাহিনীকে যোগ দিচ্ছে।আগে সেনাবাহিনীতে কেবল মেয়েরা মেডিকেল কোরো কাজ করার সুযোগ পেত।