কেয়া কসমেটিকসের আয় বেড়েছে ১১.৩২ শতাংশ
অর্থনৈতিক প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস ৩০ সেপ্টেম্বর ২০১৪ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
প্রথম প্রান্তিকে কর পরিশোধের পর কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ১০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৯ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় ছিল ০.৫৩ টাকা। অর্থাৎ কোম্পানিটির আয় বেড়েছে ১১.৩২ শতাংশ।
Posted in: বিবিধ