বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান

১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান 

স্পোর্টস ডেস্কঃপাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিক পাকিস্তান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হারিস সোহেল ও শহিদ আফ্রিদির দুর্দান্ত এক জুটিতে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পায় পাকিস্তান।
সোমবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রস টেলরের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৪৬ রান সফরকারী নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে রস টেলর ১৩৫ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কায় ১০৫ রান করেন। এছাড়া ড্যানিয়েল ভেট্টরি ২৭ ও ওপেনার ডেভচিচ ২৬ রান করেছেন।pakistan
পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মদ ইরফান ৩ উইকেট নেন ৫৭ রানে। এছাড়া অপর পেসার ওয়াহাব রিয়াজ ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নিয়েছেন।
এরপর জয়ের জন্য ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫২ রান তুলতেই প্রথম চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর উইকেটে এসে দলের হাল ধরেন হারিস সোহেল।
প্রথমে অধিনায়ক মিসবাহ উল হকের সঙ্গে ৩৬ এবং সরফরাজ আহমেদের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন।
এরপর শহীদ আফ্রিদির সঙ্গে ১১০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হারিস সোহেল।
শহীদ আফ্রিদি ৫১ বল মোকাবিলা করে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬১ রান করেন। এদিকে হারিস সোহেল ১০৯ বল খেলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন।
দু’দলেরই সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪৬/৭ (ডেভচিচ ২৬, ব্রাউনলি ১৪, উইলিয়ামসন ১০,  টেইলর ১০৫*, ল্যাথাম ১৩, নিশাম ১, রনকি ২৩, ভেটরি ২৭, ম্যাককালাম ১৩*; ইরফান ৩/৫৭, ওয়াহাব ২/৫১, আফ্রিদি ১/৩৬)।

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৫০/৭ (হাফিজ ৬, শেহজাদ ২৮, শফিক ৫, ইউনুস ৪, সোহেল ৮৫*, মিসবাহ ১৩, সরফরাজ ২৬, আফ্রিদি ৬১, ওয়াহাব ৯*; ভেটরি ২/৪০, নিশাম ২/৬২, ম্যাককালাম ১/৩৫, মিলস ১/৫৪)

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone