ইথিওপিয়ার ৭০ নাগরিকের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে লোহিত সাগরের প্রবেশমুখে ইথিওপিয়ার অভিবাসীবাহী একটি নৌযান ডুবিতে ৭০ জনের মৃত্যু হয়েছে।
ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, প্রচন্ড বাতাস ও সাগর উত্তাল থাকায় ইয়েমেনের আল-মাকহা বন্দরের উপকূলে নৌকাটি ডুবে যায়।
প্রতিবছর জীর্নশীর্ণ ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবাহী বিভিন্ন নৌযানে করে হাজার হাজার মানুষ লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশ চেষ্টা করে। এভাবে ভ্রমণে অনেকে মারাও পড়ে। বহু অভিবাসী ইয়েমেনকে মধ্যপ্রাচ্য বা ইউরোপে প্রবেশপথ হিসেবে বিবেচেনা করেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, ইয়েমেনের উপকূলে শনিবার ইথিওপিয়ার অভিবাসীবাহী নৌযানটি ডুবে যায়। রোববার এ খবর প্রকাশিত হয়।
ইথিওপিয়া ও ইয়েমেনের মধ্যে লোহিত সাগর ক্রসিং বিশ্বের অন্যতম বৃহত্তম অভিবাসন রুট হিসেবে স্বীকৃত। সৌদি আরবের মত ধনী দেশে উন্নত জীবনযাপন ও ভাল চাকরির স্বপ্ন দেখে অভিবাসীরা। তবে তারা অনেক সময় লোভী দালালদের খপ্পরে পড়ে। আর যারা দালালদের খপ্পরে পড়ে তাদের অনেকে কখনোই ইয়েমেনের তীরে পৌঁছাতে পারে না।
গত অক্টোবরে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, ২০১৪ সালে সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে যাওয়ার চেষ্টাকালে দুই শতাধিক লোকের প্রাণহানি ঘটেছিল।