সঙ্গী হাতের দীর্ঘ নখ!
ডেস্ক রিপোর্টঃ ছোট বেলা থেকেই সঙ্গী হাতের দীর্ঘ নখ। আর এই সখের কারণেই বৃদ্ধ বয়সে হাত অকেজো হয়ে পড়েছে গিনেস বুকে নাম তোলা এক ব্যক্তির। ১৯৮২-তে বিশ্বের দীর্ঘতম নখের (১৮০ ইঞ্চি) মালিক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছিলেন ৭২ বছরের মুরারী আদিত্য। পরে সেই নখ কেটে ফেলেন তিনি।
আর রেকর্ড বুকে নাম ওঠানো যাবে জেনেও আবার ১৯৮৬ থেকে আবার নখ রাখতে শুরু করেন মুরারী। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, নখ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। তাই কী করে এখন নখ কেটে ফেলতে পারি? নখই আমার সবকিছু
।
এখন মুরারীর বাম হাতের পাঁচ আঙুলে রয়েছে ১২০ ইঞ্চি নখ। নখের ভারে শীর্ণ ও অক্ষম হয়ে পড়েছে তাঁর হাত। বিশেষ এক আবরনের আড়ালে লুকিয়ে রাখা থাকে তাঁর নখগুলি।এর ফলে তাঁর বাঁ হাতের নড়াচড়া করা সম্ভব হয় না। ওই হাতে তিনি কোনও কাজও করতে পারেন না। চলাফেরা, ঘুমানো বা শরীরের নড়াচড়ার সময়ও নখ বাঁচাতে অতির্কিত সতর্ক থাকতে হয় তাঁকে। নখের ওজন দাঁড়িয়েছে প্রায় আধ কেজি।
সাধের নখ দেখাতে বড়ই ভালো বাসেন যাদবপুরের মুরারী। প্রতিবেশীদের কাছে তিনি ‘নখ-কাকু’ বলেই পরিচিত।
নিজের সখ বজায় রাখতে আশির দশকেই সরকারি চাকরিও ছেড়েছেন তিনি। কিন্তু নখ দেখিয়ে আর অর্থ উপার্জনের সঙ্গতিও তাঁর নেই। রাস্তায় দাঁড়িয়ে নখ দেখিয়ে টাকাপয়সা আর চাইতে পারেন না তিনি। তাঁর আক্ষেপ, একেই তো এই অবস্থা। কিন্তু সরকারের পক্ষ থেকে তাঁকে কোনও আর্থিক সহায়তা দেওয়া হয়নি।