বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » সন্দেহের তালিকায় মেসি!

সন্দেহের তালিকায় মেসি! 

স্পোর্টস ডেস্কঃমাদক নিয়ন্ত্রন কর্মকর্তারা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে মাদক গ্রহণের সন্দেহের তালিকায় রেখেছিলেন। লিওনেল মেসি জানান, বার্সেলোনায় তার সতীর্থদেরও সন্দেহের বশে ডোপিং টেস্ট করাতে হয়েছে।এইটিএসএডি (স্প্যানিস এজেন্সি ফর প্রোটেকশন অব হেলথ ইন স্পোর্ট) এর কর্মকর্তারা উয়েফার প্রতিনিধি হিসেবে বার্সেলোনার ক্লাব পরিদর্শনকালে মেসিসহ আরো কয়েকজন ফুটবলারের ডোপ টেস্ট করান। এ তালিকায় মেসি বাদেও ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভানmessi

রেকিটিক, ক্লদিয়ো ব্রাভো এবং জরদি আলবা।ডোপ টেস্ট দেয়ার পর মেসি তার ইন্সট্রাগ্রামে লিখেন, ‘মাদক নিয়ন্ত্রন। পাঁচ জন ফুটবলারের মাঝে একমাত্র আমারই ইউরিন এবং রক্তের নমুনা নিয়েছে। এটা কি অবাক করার মতো নয়?’লা লিগার গত ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন। এর আগে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠেন বার্সার এ প্রাণভোমরা। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগেরও সর্বোচ্চ গোলদাতার নামটি মেসির দখলে।মেসি ২১তম হ্যাটট্রিকে লা লিগায় বার্সার হয়ে ৪০০ গোলের মাইলফলক পেরিয়েছেন গত ম্যাচের মধ্য দিয়ে। বার্সার হয়ে এখন চারবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল সংখ্যা ৪০২। লা লিগার এ মৌসুমে উড়ন্ত মেসি ১৪ ম্যাচে করেছেন ১৩টি গোল।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone