আংটি বদল করে নিতে চান ক্যাট-রণবীর!
বিনোদন ডেস্কঃবলিউডের মোস্ট হট জুটি রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এখন সেই সংবাদ পুরানো হয়ে গেছে। যদিও এই জুটি বেশ কিছু দিন ধরেই লিভ টুগেটদার করছিলেন। এরই মধ্যে আংটি বদলের দিনক্ষণ ঠিক হয়ে গেছে।কিছুদিন আগে শোনা যাচ্ছিল, ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই দুই তারকা। বলিউডে নতুন গুঞ্জন, আগামী বছরের জানুয়ারিতেই আংটি বদল করে নিতে চান তারা।
প্রতিবার বড় দিন উপলক্ষে ক্যাট পাড়ি দেন লন্ডনে নিজের বাড়িতে। বছরের এই দিনটি তিনি তাঁর পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। এইবারও এই নিয়মের ব্যতয় হবে না বলিউডের এই বার্বি ডল। কিন্তু এবার তিনি একা নন তাঁর পরিবারের সঙ্গে মিলে এবার থাকবেন হবু বর রণবীর।
ঘনিষ্ঠ সূত্রের খবর, এই সময়ই এনগেজমেন্ট সেরে ফেলতে চান বলিউডের এই দুই প্রেমিক যুগল। জানুয়ারিতে লন্ডনে বসতে চলেছে ক্যাট-রণবীরের এনগেজমেন্টের আসর।