বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রোকেয়া পদক পেলেন দুই নারী

রোকেয়া পদক পেলেন দুই নারী 

 নিজস্ব প্রতিবেদকঃ   নারী শিক্ষা, অধিকার ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য অধ্যাপক মমতাজ বেগম ও গোলাপ বানুকের হাতে চলতি বছরের বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।মহিলা ও rokyea

শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সচিব তারিক-উল-ইসলাম।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া এক সময় স্বপ্ন দেখেছিলেন, একটি নারীস্থান গড়ে তোলার। এককভাবে পুরোপুরি নারীদের নিয়ে চলা সম্ভব না হলেও বাংলাদেশ এক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।তিনি বলেন, এদেশে এখন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও সংসদ উপনেতা নারী।শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়া বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন এটা দেখে যে, বাংলাদেশ তার স্বপ্ন পূরণে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone