বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছেন মোদি
কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোন কিছু চূড়ান্ত হয়নি। এ নিয়ে বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে।নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। জানা গিয়েছে, তিস্তা চুক্তির বিষয়ে জোর দেবে বাংলাদেশ। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত যেসব বিষয় রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হবে।এছাড়াও বৈঠকে দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, জলসম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা, পরিকাঠামো খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি ভারত-বাংলাদেশ উভয় মানুষের সম্পর্কের উন্নয়ন, সংস্কৃতি, পরিবেশ এবং শিক্ষা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।