আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন সুজানা
এ প্রসঙ্গে সুজানা বলেন, এ টেলিফিল্মের গল্পটি বেশ সুন্দর। অভিনয় করে ভাল লাগছে। এখানে আমি একজন সর্দারের মেয়ের চরিত্রে অভিনয় করছি। গল্পে দেখা যায়, আমার একজন দেহরক্ষীর দরকার। একপর্যায়ে একজন দেহরক্ষী নিয়োগও দেয়া হয়। তার সঙ্গে পথ চলতে গিয়ে তাকে ভাল লেগে যায়। এক সময় সেটা প্রণয়ে পরিণত হতে থাকে। এভাবেই টেলিছবিটির গল্প এগিয়ে যাবে। দর্শকের কাছে উপভৌগ্য হবে বলেই আমার বিশ্বাস। মাঝে বেশ কিছুদিন টিভি নাটকে কোন কাজ করিনি। বিয়ের পর ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে মূলত অনিয়মিত ছিলাম। গেল ঈদের পর এ একটি টেলিফিল্মেই অভিনয় করছি। এছাড়া হৃদয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও কাজ করেছি। ডেসটিনেশন টেলিছবিতে সুজানার দেহরক্ষীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানি। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে।