আজীবন নিষিদ্ধ হলেন বাদল
স্পোর্টস ডেস্কঃ লিজেন্ড অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদলকে ক্রিকেট বোর্ডের অধীনস্থ সব কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করল বিসিবি। একইসাথে লিজেন্ড অব রূপগঞ্জের দুই কর্তা তরিকুল ইসলাম টিটুকে পাঁচ ও সাব্বির আহমেদ রুবেলকে তিন বছর ক্রিকেট বোর্ডের অধিনস্থ সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গতকাল গভীর রাতে বিসিবির এক বিজ্ঞপ্তিতে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। শাস্তি প্রদানের ব্যাখ্যায় বলা হয়েছে ৯ ডিসেম্বর সিসিডিএম ও আম্পায়ার্স কমিটির সুপারিশক্রমে বিসিবির ডিসিপ্লিন কমিটি রাতে এক জরুরি সভায় লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল কর্তৃক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ নির্বাচিত পর্ষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে অশালীন, আপত্তিকর, শিষ্টাচার বহির্ভূত আচরণ এবং ক্রিকেটকে অবমাননা করে মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের ওপর বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, ওই মন্তব্য দেশ ও বিদেশে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমর্যাদাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ জন্যই কমিটি ওই সিদ্ধান্ত নেয়
এর আগে সন্ধ্যায় সিসিডিএমের স্ট্যান্ডিং কমিটির একটি সভা দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠিত হয়। সে সভায় সিসিডিএম লুৎফর রহমান বাদল ও তরিকুল ইসলামকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সব কার্যক্রম থেকে সাময়িক নিষিদ্ধ ও আজীবন নিষিদ্ধ করার জন্য ডিসিপ্লিন কমিটির কাছে সুপারিশ করে। সিসিডিএম সভাপতি আজম নাসির জানান ওই কথা। পরে সিসিডিএমের সদস্যসচিব মুঠোফোনে জানান, ‘প্রিমিয়ার ক্রিকেট সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা যা যা প্রয়োজন সেটাই করার চেষ্টা করছি। আর সে সূত্র ধরেই বিকেএসপির ঘটনা ও ৪ ডিসেম্বরে লিজেন্ড অব রূপগঞ্জের চেয়ারম্যানের বিভিন্ন বক্তব্যের জন্য যে অনাকাক্সিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে সিসিডিএম মনে করে লিগ পরিচালনার জন্য ওই ব্যক্তিদ্বয় বিপজ্জনক। ফলে লিগ চলাকালে তাদের মাঠে উপস্থিতি নিষিদ্ধ থেকে শুরু করে কাব ক্রিকেটে বিভিন্ন কার্যক্রমে তাদের আজীবন নিষেধাজ্ঞা চেয়ে বিসিবির ডিসিপ্লিন কমিটির কাছে আমরা সুপারিশ করেছি। এখন তারা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এবং এর সাথে আরো কাউকে জড়িত করবেন কি না সেটা ওনাদের ব্যাপার।’
তিনি বলেন, ‘তবে প্রিমিয়ার লিগের সব খেলা লিজেন্ড অব রূপগঞ্জসহ সব জায়গায়ই যথারীতি চলবে।’ উল্লেখ্য, আজই ফতুল্লা স্টেডিয়ামে রূপগঞ্জের খেলা রয়েছে। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মিডিয়ায় লুৎফর রহমান বাদল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন ও ইসমাঈল হায়দার মল্লিককে নিয়ে বাজে মন্তব্য করার পর থেকেই অনাকাক্সিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে গত সোমবার যৌথভাবে প্রিমিয়ার কাব সমিতি, আম্পায়ার্স ও স্কোরার্স কমিটি, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব), সাবেক অধিনায়করা সংবাদ সম্মেলন করে বাদলকে ক্রিকেট থেকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছিল। তারই পরিপ্রেেিত সিসিডিএম ওই সুপারিশ করে। আর বিসিবির ডিসিপ্লিন কমিটিও ওই সূত্র ধরে ওই সিদ্ধান্তে গেল।