নোবেল ফেরত পেল ওয়াটসন
অনলাইন ডেস্কঃ ১৯৬২ সালে ডিএনএ-এর পরিকাঠামো আবিস্কারের জন্য নোবেল পান জেমস ওয়াটসন। কিন্ত অর্থনৈতিকভাবে কষ্টে থাকায় তিনি পদকটি নিলামে বিক্রি করে দেন। নিলামে পদকটির দাম ওঠে ৪.৮ মিলিয়ন ডলার (৩৭ কোটি ৪৪ লক্ষ বাংলাদেশি টাকা) । আর সেই দামে পদকটি কিনে নেন উসবান। রাশিয়াতে তিনি টাইকুন হিসেবেও পরিচিত।
ওয়াটসন প্রথম জীবিত নোবেল বিজয়ী হিসেবে তার নোবেল পদকটি বিক্রি করেন। মি ওয়াটসনের বয়স ৮৬ বছর। তিনি বলেন, পদক বিক্রিতে যে টাকা পেয়েছেন তার কিছু তিনি দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন আর বাকিটা গবেষণাগারে ব্যয় করবেন।
নোবেল ফিরিয়ে দেয়ার সময় উসবান বলেন, আমি বুঝতে পারি কেমন হতাশায় ওই বিজ্ঞানী তার প্রিয় বস্তুটি বিক্রি করেছেন। এই নোবেল পদক তার কাছেই থাকা উচিত।
তিনি আরো বলেন, বিজ্ঞানী জেমস ওয়াটসন আমার দেখা একজন ভিন্নরকমের মানুষ। তিনি মানব সমাজে এক অসাধারণ জীব বিজ্ঞানি। তার অর্জন শ্রেষ্ঠতম। তিনি পদকটি হাতছাড়া করতে পারেন না।
ফর্বোস ম্যাগাজিনের মতে, মি উসমানভ ১৫ দশমিক ৮ বিলিয়িন ডলার সম্পত্তির মালিক। তিনি ব্রিটিশ ফুটবল ক্লাব আর্সেনালের একজন বড় শেয়ার হোল্ডার। ২০১৩ সালে প্রকাশিত ব্রিটেনের ধনীদের তালিকায় তার নাম ছিল।