ফখরুল -মির্জা আব্বাসসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ২৮ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদকঃ জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল-নোমান, ব্যরিস্টার মুওদুদ আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে আগামী ২৮ ডিসেম্বর আদালতে চার্জ শুনানির জন্য তারিখ ধার্য করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোঃ তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে হাজির হন আসামিরা। আদালতে শুনানি শেষে এ তারিখ ধার্য করা হয়।
মামলায় ব্যরিস্টার মওদুদ, শরাফত আলী শফু, এস এম জিলানী আদালতে হাজির হননি। তাদের বিকেল ৪টার মধ্যে আদালতে হাজিরের নিদের্শ দেয়া হয়েছে।
Posted in: জাতীয়