কমছে না জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদকঃ দেশের বাজারে জ্বালানি তেলের দাম আপাদত কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।তিনি বলেন, ‘বিশ্ব বাজারে জ্বলানি তেলের দাম কমায় আমরা এর সুবিধা ভোগ করছি। ফলে এ খাতে আমাদের ভর্তুকি কমেছে। যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমাদের ভর্তুকির পরিমাণ বেশি। তাই দেশের
বাজারে জ্বালানি তেলের দাম আপাদত কমানো হচ্ছে না।’জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে বুধবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।সংবাদ সম্মেলনে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বিদ্যুৎ মেলা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।এদিকে ‘জ্বলছে আলো, চলছে দেশ, আলোকিত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে গত ৭ ডিসেম্বর শুরু হয় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। দেশব্যাপী এ উপলক্ষে চলে নানা আনুষ্ঠানিকতা।জানা গেছে, এবারের বিদ্যুৎ মেলাতে মোট ৯৭টি স্টল থাকছে। মেলার তিনদিন ধরে থাকছে সেমিনার ও আলোচনা সভা।