ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
প্রবাস ডেস্কঃ ইতালির পালেরমোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজমূল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।গত সোমবার এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের মৃত মাখা মিয়ার ছেলে এবং সিলেট বিভাগ পরিষদ পালেরমো সিসিলির সাধারণ সম্পাদক আবুল
কালাম আজাদের ছোট ভাই।পুলিশের তদন্তে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টায় মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মুখে ও ডান হাতে গুরুতর আঘাত পান নাজমুল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরই মধ্যে তার লাশ দেশে পাঠানোর জন্যে রোমের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা যায়।