পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা মালালার
ইন্টারন্যাশনাল ডেস্কঃ তালেবানের গুলিতে আহত পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের অন্যতম কর্মী ও শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানী আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই জানিয়েছেন, রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান তিনি। এমনকি যুক্তরাজ্যে পড়াশুনা শেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাও রয়েছে তার।নোবেল পুরস্কার
গ্রহণের প্রাক্কালে বুধবার মালালা বিবিসিকে এ কথা জানান।১৭ বছর বয়সী মালালা জানান, আমি আমার দেশের জন্য কাজ করতে চাই। আমার স্বপ্ন হলো আমার দেশ একদিন উন্নত দেশ হবে এবং প্রত্যেকটি শিশু শিক্ষার সুযোগ পাবে।’ এক্ষেত্রে পাকিস্তানের দুইবারের নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার প্রেরণা বলে জানান মালালা।চলতি বছর ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থীর সঙ্গে শান্তিতে নোবেল পান মালালা। মালালাই সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী। সূত্র : বিবিসি