ক্রাইম শো দেখে ভাইকে খুন
ডেস্ক রিপোর্টঃ ভারতে ক্রাইম শো দেখে তা বাস্তব জীবনে প্রয়োগ করলো এক ছাত্র। জানা যায়, টেলিভিশনে ক্রাইম শো দেখে শুধু মাত্র অ্যাডভেঞ্চারের জন্য ভাইকে খুন করল আরেক ভাই।ঘটনায় দশম এবং একাদশ শ্রেণির তিন ছাত্রকেও সামিল করেছিল মুখ্য অভিযুক্ত। হত্যার পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। এর পর ক্রাইম শো-য়ে দেখানো এক ঘটনার অনুসরণ করে মৃতের মোবাইল ফোন থেকে ২৫ লক্ষ টাকার মুক্তি পণ চাওয়ারও ষড়যন্ত্র করে।দেবেন্দ্রর কাকার ছেলে, মুখ্য অভিযুক্ত জেরায় জানিয়েছে, সে টিভিতে ক্রাইম শো দেখার পর ষড়যন্ত্র করেছিল। ওই শোয়ে সে যেমন দেখেছিল, ঠিক তেমনটিই করতে চেয়েছিল। হত্যার পর টাকা এবং তা দিয়ে বিলাসিতার
লোভ দেখিয়ে আরও ৩ ছাত্রকে নিজের সঙ্গে মিলিয়ে নেয় সে। দেবেন্দ্রর ভাই ওই স্কুলেই পড়ত এবং বাকিরা অন্য স্কুলের ছাত্র ছিল।দশম শ্রেণির আর এক ছাত্র জানিয়েছে, দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে পারছিল না সে। মুখ্য অভিযুক্ত তাকে দেড় লাখ টাকার লোভ দেয়। সেই লোভেই সে হত্যার ষড়যন্ত্রে সামিল হয়ে যায়।পুলিশ জানিয়েছে, ঘটনার এক মাস আগেই ষড়যন্ত্র করা হয়েছিল। মুখ্য অভিযুক্ত বিজয় নগরের বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে বন্দুক নিয়েছিল। অভিযুক্তরা মোবারকপুরের জঙ্গলে রেইকি করতে আসে। তার পর সেই স্থানে এনে দেবেন্দ্রকে হত্যা করে।হত্যার পর দেবেন্দ্র পরিচয় লোকানোর জন্য মৃতদেহ পোড়ানোর চেষ্টাও করে। এর জন্য মোবারকপুর যাওয়ার সময় দুই লিটার পেট্রল কিনে কোল্ড ড্রিঙ্কের বোতলে ভরে নেয়। তবে গুলির আওয়াজ শুনে আশপাশের লোকেরা জড়ো হতে শুরু করলে দেবেন্দ্রকে না-পুড়িয়েই তারা পালিয়ে যায়।ধারনা করা হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য এক্কেবারে প্রোফেশনাল শ্যুটারের মতো দেবেন্দ্রর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে তারা।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আরপিএফের রিটায়ার্ড কমান্ড্যান্ট নাথুরামের ছেলে দেবেন্দ্রর দেহ উদ্ধার করা হয়। দেবেন্দ্রর হারিয়ে যাওয়া মোবাইলের টাওয়ার লোকেশান ট্রেস করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এরা প্রত্যেকেই নাবালক।
তথ্যসূত্র: কালের কণ্ঠ