ছন্দে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বক্স অফিসে ফের উড়ছে তার পতাকা। চার বছরেরও বেশি সময় পর কিং খানকে পর্দায় দেখে পাগলপ্রায় ভক্ত অনুরাগীরা। তবে পর্দায় দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের সংস্পর্শে থাকেন বলিউড বাদশা। প্রায়ই টুইটারে যোগ দেন ভক্তদের সাথে কথোপকথনে। শাহরুখ খান যখন টুইটারে ‘আস্ক এসআরকে’ সেশনের মাধ্যমে ভক্ত-অনুরাগীর সাথে কথা বলার সিদ্ধান্ত নেন তখন ভক্তদের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত হয়ে উঠে।
সোমবার সকালে (২০ ফেব্রুয়ারি) তিনি আবারও ভক্তদের সান্নিধ্যে আসেন। ‘আস্ক এসআরকে’-এর একটি নতুন সেশনে তিনি ভক্তদের নানারকম প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানেই এক ভক্ত শাহরুখের অবসরের বিষয়ে প্রশ্ন করেন যার চমৎকার জবাব দিয়েছেন কিং খান।
একজন ভক্ত শাহরুখকে জিজ্ঞাসা করেন যে, ‘শাহরুখ’ অবসর নেওয়ার পরে বলিউডে পরবর্তী বড় তারকা কে হবে বলে মনে করেন? সেই ভক্তের প্রশ্নের জবাবে কিং খান লিখেছেন, তিনি কখনোই অবসর নিবেন না। শাহরুখের উত্তর, “আমি কখনই অভিনয় থেকে অবসর নেব না। একমাত্র উপায় আমাকে বরখাস্ত করা। হয়তো তারপরে আমি আরো আগুন হয়ে ফিরে আসব!”
প্রশ্ন উত্তরে অপর একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কোন ধরনের ভূমিকায় অভিনয় করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? সেই ভক্তের জবাবে শাহরুখ জানান, তিনি এমন চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন যেটিতে মানুষ তাকে দেখতে চায়। কিং খানের উত্তর, “এখন আমি সেই চরিত্রে অভিনয় করতে পছন্দ করি যেটিতে মানুষ আমার অভিনয় দেখতে চায়। আমি একজন অভিনেতা হিসেবে বিকশিত হয়েছি। আমার ব্যক্তিগত পছন্দ কমে যাচ্ছে।”
শাহরুখ খানের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ বক্স অফিসে রীতিমতো তান্ডব চালিয়েছে। একের পর এক রেকর্ড ভেঙে হিন্দি চলচ্চিত্র হিসেবে বিশ্ব বাজারে ১ হাজার কোটি আয়ের দ্বারপ্রান্তে পাঠান। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৯৮৮ কোটি রুপি আয় করে নিয়েছে পাঠান। আমির খান, সালমান খানদের টপকে এখন বলিউডের শীর্ষ আয়কারী চলচ্চিত্র শাহরুখের ‘পাঠান’।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান