রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদে দখলদার ইসরায়েল নানা বিধিনিষেধ আরোপ করলেও গতকাল শুক্রবার (১৪ মার্চ) বিপুলসংখ্যক মুসল্লি সেখানে সমবেত হন।
মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি পুলিশ সংখ্যা প্রকাশ না করে শুধু জানিয়েছে, ‘হাজার হাজার মানুষ’ নামাজ আদায় করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যারা আল-আকসা মসজিদে নামাজ আদায় করেছেন তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে মুসল্লিদের আসতে বাধা দিতে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদেরই শুধু প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাও ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে।
তরুণদের প্রবেশ ঠেকাতে ইসরায়েলি বাহিনী ব্যাপক তল্লাশি চালায় এবং বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করে। তবে আজকের জুমার নামাজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান