ভারতের তিরুপতি থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগোর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দিয়ে অবশেষে তিরুপতি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটিতে কোনো যাত্রী আহত হননি বলে জানা গেছে।
জানা গেছে, গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬৫৯১ তিরুপতি বিমানবন্দর থেকে হায়দ্রাবাদগামী যাত্রা শুরু করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর নিরাপত্তার স্বার্থে পাইলট ফ্লাইটটি আকাশে চক্কর দিতে থাকেন এবং পরে সেটি তিরুপতি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি তিরুপতির ভেঙ্কটগিরি শহর পেরিয়ে যাওয়ার পর ইউটার্ন নেয় এবং প্রায় ৪০ মিনিট ধরে আকাশে ঘুরতে থাকে। একপর্যায়ে সেটি তিরুপতিতে অবতরণ করে।
যাত্রীদের নিরাপত্তার জন্য পাইলটের এই সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের অন্য আরেকটি বিকল্প ফ্লাইটের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে ইন্ডিগো কর্তৃপক্ষ।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন নিয়ে তর্কাতর্কি হচ্ছে। তবে ইন্ডিগোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সূত্র: এনডিটিভি
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান