দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্র্বতীকালীন সরকারের সংস্কার এজেন্ডার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমে জুট আলোচনার সময় বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেন। এ সময় তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী মেয়াদের কথাও স্মরণ করেন।
প্রধান উপদেষ্টা তার সমর্থন এবং কৃতজ্ঞতার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন এটি ছিল একটি বিপর্যয়কর অঞ্চলের মতো, ভূমিকম্পের পরের জায়গার মতো।
অধ্যাপক ইউনূস জুলাই বিদ্রোহে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, তারা এই জাতিকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল।
তিনি বলেন, গত জুলাই মাসে আমাদের তরুণরা যা করেছিল তা ঐতিহাসিক ছিল; বিশেষ করে আমাদের মেয়ে এবং নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা আজ জুলাই মাসের নারী দিবস পালন করছি। তাদের ত্যাগ বৃথা যাবে না। তরুণরা আমাদের দেশের কেন্দ্রবিন্দু। আমাদের তরুণদের ওপর মনোনিবেশ করা এবং তাদের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মিলিত হওয়া দরকার।
বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফী সিদ্দিকীও সভায় উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সম্পর্কে একটি আপডেট প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, নতুন পরিচালনা ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। সিদ্দিকী বলেন, আমাদের পরিকল্পনা হলো এটিকে আরও কার্যকর করা। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে আমরা নেট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখেছি, যা কোম্পানির মধ্যে ঋণের তীব্র বৃদ্ধি এবং শক্তিশালী ইকুইটি বিনিয়োগের কারণে ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান