আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ নেতৃত্বাধীন ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করেছে সরকার। সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার (৪ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। ওই আদেশে বর্তমান কমিটি বাতিল করে সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আবদুস সালাম আরেফ আটাবের সভাপতি ও আফসিয়া জান্নাত সালেহ সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার টিকিট বিক্রির নামে শেয়ারহোল্ডারদের টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল। সম্প্রতি এয়ার টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’ গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে ফের আলোচনায় আসেন সংগঠনটির সভাপতি ও মহাসচিব। ক্ষতিগ্রস্ত ট্রাভেল ব্যবসায়ীরা অভিযোগ তোলেন, আটব সভাপতি আরেফ ও মহাসচিব আফসিয়ার আস্কারায় বেপরোয়া হয়ে উঠেছিল ফ্লাইট এক্সপার্টের কর্ণধার শালমান সায়েম। যাকে আটাব নিয়ন্ত্রিত অনলাইনে টিকিট বিক্রির প্ল্যাটর্ফম ওটিএ বিষয়ক (অনলাইন ট্র্যাভেল এজেন্সি) স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান বানানো হয়।
এদিকে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। একইসঙ্গে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল পরিমাণ শেয়ারহোল্ডারদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
আটাবের সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার কথা উল্লেখ করে অফিস আদেশে আরও বলা হয়, অনিয়মের অভিযোগে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে এরই মধ্যে মানববন্ধন পর্যন্ত হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামের একটি পক্ষ সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রশাসক নিয়োগের জন্য আবেদন করে। এই প্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে মোতাকাব্বীর আহমেদ ১২০ দিনের মধ্যে আটাবের ভোটার তালিকা হালনাগাদ করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। পরবর্তীতে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।
এই আদেশের অনুলিপি যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, জেলা প্রশাসক (ঢাকা), এফবিসিসিআই এবং আটাবের বর্তমান দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থায় পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান