ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে ‘অতিরঞ্জন’ বলে অভিহিত করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (৩০ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জুন) নিজের অফিসিয়াল এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছেন, যা অস্বাভাবিক। তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করেছিলেন। যে কেউ ওই বক্তব্য শুনেছে, সে বুঝতে পেরেছে—এর আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য। তারা (মার্কিন বাহিনী) আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে।”
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অভিযান চালিয়েছি। তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এরপর থেমে গেছি। এটি ছিল এক দারুণ ঘটনা। তারা আর বেশিদূর এগোতে পারত না... ওই ১২ দিন ছিল অত্যন্ত তীব্র—খুবই তীব্র।”
১৩ জুন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়।
এরপর যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাটাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়। এই সংঘাত শেষ পর্যন্ত ২৪ জুন একটি মার্কিন-প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান