সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার বন্ধে নির্দেশ দিয়েছে রাশিয়া সরকার। আইফোনের পরিবর্তে অ্যান্ড্রয়েড বা যেসব স্মার্টফোনে দেশীয় অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তা চালানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মূলত নিরাপত্তা উদ্বেগ থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। ইনসাইডার।
Advertisement
২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত নির্বাচনে নিরাপত্তা ও পশ্চিমা গোয়েন্দারা যাতে হস্তক্ষেপ করতে না পারে এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা আইফোন ব্যবহার করেন, তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য ‘আইফোন ছুড়ে ফেলে দিন’-এই মর্মে একটি নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার একাধিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিলের মধ্যে আপনার আইফোন ছুড়ে ফেলে দিতে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে মস্কোয় প্রযুক্তিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।
অপরদিকে রাশিয়ার স্টেট মিনিস্ট্রি চাইছে, দেশের নাগরিকরা আইফোনগুলো ত্যাগ করে আইয়া টি ওয়ান ব্যবহার করুক যা শক্তিশালী এবং নিরাপদ। রাশিয়ান স্টেট ডুমার সদস্য মারিয়া বুটিনা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ‘আপনি কি জানেন যে, অ্যাপলের থেকেও একজন ভালো ভদ্রলোক বনের মধ্য দিয়ে যাতায়াত করেন! আমার প্রিয়জন, বন্ধুরা আপনারা একবার আইয়া টি ওয়ান স্মার্টফোনের সঙ্গে পরিচয় করে নিন।’
Advertisement
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান