দেশের শেয়ারবাজারের সংকট কাটাতে কাজ করবে দুই স্টক এক্সচেঞ্জ।বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যানের যৌথ মিটিংয়ে এ বিষয় আলোচনা হয়।
সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এদিন ডিএসইর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বর্তমানে পুঁজিবাজার এক সংকটময় সময় পার করছে।এই সংকট থেকে উত্তোরনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী।
বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার সংকট চলছে, তা কাটাতে হবে। এজন্য সম্মিলিতভাবে একটি কর্মপরিকল্পনা নিতে হবে। যেকোনো মূল্যে পুঁজিবাজারের উন্নয়ন করা জরুরি।
আসিফ ইব্রাহিম বলেন, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাজারের জন্য আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে চাই।এক্ষেত্রে ডিএসই এবং সিএসই একসঙ্গে কাজ করবে।
এ সময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান