আজ বিকাল ৫ টায় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের নেতৃত্বে সাতক্ষীরাতে মনবতার কবি লালন শাহ্কে সামনে রেখে নজরুল-রবীন্দ্র জয়ন্তী পালনের আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুষাভ সরকার বলেন, আমরা একটা নীরব কপুমমন্ডুল সজামাজিক পরিবেশ তৈরীর আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছি। লালন-নজরুল-রবীন্দ্র নাথের সাম্যের চেতনায় বলিয়ান হতে এই অন্ধকারাচ্ছন্ন সময়কে পরাভুত করতে হবে। নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের এগিয়ে আসতে হবে।
প্রকাশক ও সম্পাদক: কবির হোসেন
অফিসঃ ১৮০-১৮১ (৮ম তলা), শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, বিজয়নগর, ঢাকা – ১০০০
ফোনঃ ০২-২২২২২৮৭৮০, ফ্যাক্সঃ ০২-২২২২২৮৫১৫, মোবাইলঃ ০১৭৪৬-৬৪১২৮১, ০১৮৩৩-৯৩৮৫৭৯
Email : aideshaisomoy1977@gmail.com
২০০৫-২০২৫ © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | একটি গ্লোবাল পাবলিকেশন এন্ড মিডিয়া লিমিটেড প্রতিষ্ঠান