ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পঠিত

আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে, ভোটার তালিকা ও মনোনয়ন প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। নির্বাচনে তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অংশ নেবেন।

আগেই জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশনও।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনারদের সাথে নিয়ে মিরপুরে বৈঠক করে বিসিবি। যেখানে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বোর্ড নির্বাচন।

বিসিবির সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে বিস্তর আলোচনা করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন।

জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা প্রকাশের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভোটাদের চূড়ান্ত তালিকা জানানো হবে। ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র তুলবেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নেয়ার জন্য ২৫ সেপ্টেম্বরের মাঝেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাবেন। একই দিনে পোস্টাল ও ই-ব্যালট ডিস্ট্রিবিউশন করা হবে।

সবকিছু শেষে ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর।

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবিতে নির্বাচন করবেন কাউন্সিরলরা। ক্যাটাগরি-ওয়ানে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন। ক্যাটাগরি-দুইয়ে পরিচালক হওয়ার সুযোগ ক্লাব প্রতিনিধিদের।

যেখানে মোট ১২ জন পরিচালক হয়ে বিসিবিতে দায়িত্ব নেবেন। এছাড়া ক্যাটাগরি-থ্রিতে সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুৎজন পরিচালক আসবেন। ২৫ পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তবে নির্বাচন করবেন না সাবেক দুই প্রভাবশালী পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন

আপডেট সময় : ০১:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে, ভোটার তালিকা ও মনোনয়ন প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। নির্বাচনে তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অংশ নেবেন।

আগেই জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশনও।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনারদের সাথে নিয়ে মিরপুরে বৈঠক করে বিসিবি। যেখানে চূড়ান্ত করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বোর্ড নির্বাচন।

বিসিবির সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে বিস্তর আলোচনা করেছে তিন সদস্যের নির্বাচন কমিশন।

জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা প্রকাশের মাধ্যমেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভোটাদের চূড়ান্ত তালিকা জানানো হবে। ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র তুলবেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নেয়ার জন্য ২৫ সেপ্টেম্বরের মাঝেই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাবেন। একই দিনে পোস্টাল ও ই-ব্যালট ডিস্ট্রিবিউশন করা হবে।

সবকিছু শেষে ৪ অক্টোবর নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর।

মোট তিনটি ক্যাটাগরিতে বিসিবিতে নির্বাচন করবেন কাউন্সিরলরা। ক্যাটাগরি-ওয়ানে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন। ক্যাটাগরি-দুইয়ে পরিচালক হওয়ার সুযোগ ক্লাব প্রতিনিধিদের।

যেখানে মোট ১২ জন পরিচালক হয়ে বিসিবিতে দায়িত্ব নেবেন। এছাড়া ক্যাটাগরি-থ্রিতে সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে থেকে একজন নির্বাচিত হবেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুৎজন পরিচালক আসবেন। ২৫ পরিচালকের ভোটে পরবর্তীতে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তবে নির্বাচন করবেন না সাবেক দুই প্রভাবশালী পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম।