সংবাদ শিরোনাম ::
কাল থেকে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

এই দেশ এই সময় ডেস্ক:
- আপডেট সময় : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৪২ বার পঠিত

আগামীকাল থেকে সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো।
পিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে দেশের সকল জেলা, উপজেলা এবং ইউনিয়নে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
এ বছর দেশব্যাপী ১,২০,০০০টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে ২.২৬ কোটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।