সংবাদ শিরোনাম ::
জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসারের মেয়েরা

এই দেশ এই সময় ডেস্ক:
- আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৯ বার পঠিত

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় শিরোপা ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের মেয়েরা। আজ যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে সোমবার ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলে হারায় তাঁরা। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৮-১১ ব্যবধানে।
এ নিয়ে টানা ষষ্ঠবার জাতীয় হ্যান্ডবল আসরের শিরোপা জিতে নিল আনসার, আর সবমিলিয়ে ২২তম বার। গতবারের মতো এবারও আনসারের কাছে হেরে রানার্স আপ হলো পঞ্চগড়। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মেয়েরা।
চ্যাম্পিয়ন দল আনসারের আলপনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ১৯৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার হলো ৩৪তম আসর। আনসার প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল দ্বিতীয় আসরে। সেবার অবশ্য তাদের দুটি দল লাল ও সবুজে ভাগ হয়ে অংশ নিয়েছিল।