তল্লাশি চালাতে ওঠা পুলিশ সদস্যকে নিয়ে গেল ডাকাতদল, অতঃপর…..

- আপডেট সময় : ১২:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৫১ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে সন্দেহজনক ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করে ট্রাকে উঠে তল্লাশির সময় পুলিশ সদস্যকে নিয়ে ডাকাতদলের পালানোর চেষ্টার খবর পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে পুলিশ সদস্যকে উদ্ধার ও ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটিতে তল্লাশি করতে উঠলে পুলিশ সদস্যকে নিয়ে মদনপুর মোড় পার হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক ধরে ট্রাকটি ছুটতে থাকে। সঙ্গী পুলিশের এক সদস্য বিষয়টি লক্ষ করে তাৎক্ষণিক পুলিশকে জানায়।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা দ্রুত চেকপোস্ট বসায়। এ দিকে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে বেপরোয়া ট্রাক একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে। অবশেষে রাত ১টায় পুলিশ সদস্যকে উদ্ধার ও ট্রাকসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— জামালগঞ্জের ভাণ্ডা গ্রামের নূরুল আমিন ও টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা গ্রামের জাহাঙ্গীর আলম।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, ‘জেলার মদনপুর-দিরাই সড়কের দিরাই থানাধীন শরীফপুর এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানা টহল পুলিশ চেক করার উদ্যোগ নেয়। সন্দেহজনক ট্রাকটির ওপরে উঠে মামুন নামের এক পুলিশ সদস্য তল্লাশি করছিলেন। নিচে দাঁড়ানো ছিলেন আরেক পুলিশ সদস্য। এ সময় ডাকাতদল ট্রাকের ওপরে থাকা পুলিশ সদস্যকে নিয়ে দ্রুত ট্রাক চালাতে শুরু করে।
তিনি আরো বলেন, ‘বিষয়টি দেখে নিচে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য প্রথমে ট্রাকের পেছনে দৌড়াতে থাকেন এবং সহযোগিতার জন্য চিৎকার করতে থাকেন। দ্রুতগতির ট্রাকটিকে ধরতে না পেরে তিনি তাৎক্ষণিক দিরাই থানা পুলিশ, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর থানা পুলিশকে অবগত করেন। শান্তিগঞ্জ থানা পুলিশ খবর পেয়েই পথে চেকপোস্ট বসিয়ে দেয়। পরে ওই ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে নিচে ফেল দেয়। এরপর ট্রাক থেকে পালাতে গিয়ে ট্রাকচালক ও তার সহকারী আহত হন।
এ সময় পুলিশ তাদের আটক করে।’
আটক দুজন আন্ত জেলা ডাকাদলের সদস্য জানিয়ে তিনি বলেন, ‘ট্রাকটি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আহত অজ্ঞাতনামা দুই ডাকাতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কনস্টেবল মামুন সুস্থ আছেন। এ ঘটনায় দিরাই থানা পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।’
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক দুই ডাকাত আন্ত জেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’