শ্রীলঙ্কার বিপক্ষে নিগারদের বাঁচা-মরার লড়াই আজ

- আপডেট সময় : ০১:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৬ বার পঠিত

চলমান নারী বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে বিশ্ব মঞ্চে খেলতে নামে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেন মেয়েরা। নিজেদের প্রথম লক্ষ্য পূরণের পর টানা চার ম্যাচ হেরে গেছে নিগাররা।
পাঁচ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনো আছে নিগার বাহিনীর। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে আর পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। আর শ্রীলঙ্কার বিপক্ষে আজ সোমবার বাংলাদেশ হেরে গেলে সেমির স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। বাকি একটি সেমিফাইনাল স্থানের জন্য লড়ছে ৫টি দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান- তিন দলেরই পয়েন্ট সমান, তবে নেট রানরেটে বাংলাদেশ পিছিয়ে। তাই আজকের ম্যাচটি কার্যত বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলে বিদায় প্রায় নিশ্চিত আর জিতলে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
চলমান বিশ্বকাপের আসরে বাংলাদেশের দুই টার্গেটের একটি পূরণ হয়েছে ইতোমধ্যে। টানা দ্বিতীয়বার নারী বিশ্বকাপে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে দুইটি টার্গেটের কথা বলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা ও কোচ সারোয়ার ইমরান। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে নিগার বাহিনী জয় পায় ৭ উইকেটে। পাকিস্তানকে হারিয়ে প্রথম টার্গেট পূরণ করে।
এবার দ্বিতীয় টার্গেট শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে জয়কেই দ্বিতীয় টার্গেট বলেছিলেন নিগার। মুম্বাইয়ের পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সোমবার বেলা সাড়ে ৩টায় দুই দল মুখোমুখি হবে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি লঙ্কান মেয়েদের হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় লক্ষ্য পূরণে মরিয়া বাংলাদেশ।
বিশ্বকাপে নিগার বাহিনীর এটা ৬ নম্বর ম্যাচ। শ্রীলঙ্কারও ৬ নম্বর ম্যাচ। বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পাশাপাশি হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিগার বাহিনীর আসরে শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ।
অন্যদিকে চলতি বিশ্বকাপে এখনো জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ খেলে তিনটিতে হেরেছে এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা। শেষ দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে লঙ্কানদেরও।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারীদের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ইতিবাচক নয়। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে তিনবার, যার মধ্যে বাংলাদেশ হেরেছে দুইবার এবং একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। তবে এবারের বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
ওই জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে বলেই মনে করছেন স্পিনার ফাহিমা খাতুন। মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমাদের ব্যাটাররা ভালো করেছিল। আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি, আগামীকাল (আজ) আরও ভালো পারফরম্যান্স হবে।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সুবানা মুস্তারি এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। পাঁচ ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে খেলেছেন ১৬১ রানের ইনিংস। সমান ম্যাচে ঝিলিক এক হাফ সেঞ্চুরিতে ১৩১ ও শারমিন এক হাফ সেঞ্চুরিতে ১১২ রান করেছেন।
এছাড়া স্পিন অলরাউন্ডার স্বর্ণা একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। বল হাতে ফাহিমা খাতুন পাঁচ ম্যাচে ৬টি, নাহিদা আক্তার ও মারুফা আক্তার চার ম্যাচে ৫টি করে, রাবেয়া পাঁচ ম্যাচে ৪টি ও স্বর্ণা পাঁচ ম্যাচে ৩টি উইকেট নিয়েছেন।