সৌম্য-সাইফের ব্যাটে ১৭৯ রানের বিশাল জয়, সিরিজ বাংলাদেশের
- আপডেট সময় : ০১:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ের মূল ভিত্তি গড়ে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। তাদের ১৭৬ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ পায়। জবাবে বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সৌম্য ও সাইফ। তাদের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশ ১৬ ওভারেই ১০৯ রান তুলে ফেলে। সাইফ হাসান ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন এবং সৌম্য সরকার ৪৮ বলে নিজের ১৪তম ফিফটি পূর্ণ করেন। ২৫.২ ওভারে ১৭৬ রানের এই দুর্দান্ত জুটি ভাঙে সাইফের বিদায়ে। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ইনিংসে সাইফ ৭২ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৮০ রান করে রোস্টন চেজের বলে আউট হন।
এরপর সেঞ্চুরির পথে থাকা সৌম্য সরকারও বেশিক্ষণ টেকেননি। ৯ রানের জন্য শতকবঞ্চিত হয়ে তিনি আকিল হোসেনের শিকার হন। তার ৮৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়। দুই ওপেনারের বিদায়ের পর তাওহীদ হৃদয় (২৮) ও নাজমুল হোসেন শান্ত (৪৪) পঞ্চাশ রানের জুটি গড়ে डाव সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে রানের গতি বাড়াতে গিয়ে তারা বিদায় নিলে বাংলাদেশের ইনিংসে ছন্দপতন ঘটে। বিশেষ করে ৪৬তম ওভারে আকিল হোসেন একাই ৩ উইকেট তুলে নিলে তিনশ রানের আশা ফিকে হয়ে যায়। শেষদিকে নুরুল হাসান সোহানের ৮ বলে ১৬* এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৭ রানের ইনিংসে বাংলাদেশ ২৯৬ রানের লড়াকু পুঁজি পায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন।
২৯৭ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি স্পিনারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ তার ঘূর্ণিতে একে একে তুলে নেন আলিক আথানেজ (১৫), আকিম অগাস্ট (০) ও ব্র্যান্ডন কিংকে (১৮)। এরপর তানভীর ইসলাম অধিনায়ক শাই হোপ (৪) ও কেসি কার্টিকে (১৫) ফেরালে ক্যারিবিয়ানদের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। লেগ স্পিনার রিশাদ হোসেনও এক ওভারে শেরফানে রাদারফোর্ড (১২) ও রোস্টন চেজকে (০) ফিরিয়ে জোড়া আঘাত হানেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন।
বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ১১ রানে ও রিশাদ হোসেন ৫৪ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া তানভীর ইসলাম ১৬ রানে এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩৫ রানে ২টি করে উইকেট শিকার করেন।
ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ জয়ের কৃতিত্ব দুই ওপেনারকে দিয়ে বলেন, “সৌম্য আর সাইফের আগ্রাসী ব্যাটিং আজকের ম্যাচে আমাদের জিততে খুব বড় ভূমিকা রেখেছে। তারা অনেক হিসেব-নিকেশ করে ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছে, যা আমাদের বড় স্কোর গড়তে সহায়ক হয়েছে।”
অনবদ্য ৯১ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন সৌম্য সরকার। আর পুরো সিরিজে ১২ উইকেট ও ৬৮ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন রিশাদ হোসেন।




















