ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৭ বার পঠিত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিআইডি সদস্য|

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার রায়ের বাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ রাসেল মিয়া (৩১) নামে এক সিআইডি সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাসেল মিয়া যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল পদে কর্মরত।

আহত রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা মো: নুরুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলে শনির আখড়া দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত তিন থেকে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শনির আখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিআইডির এক সদস্যকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত

আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার রায়ের বাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ রাসেল মিয়া (৩১) নামে এক সিআইডি সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাসেল মিয়া যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল পদে কর্মরত।

আহত রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা মো: নুরুল ইসলাম জানান, ভোরে মোটরসাইকেলে শনির আখড়া দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত তিন থেকে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শনির আখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিআইডির এক সদস্যকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।