ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত, হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি

এই দেশ এই সময় ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১০ বার পঠিত

গাজা সিটির পূর্বাঞ্চলে আল-শাফ এলাকায় দুটি পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা তাদের বাড়িঘর পরিদর্শন করতে গিয়ে ফিরে আসার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইল। ফলে হামাসের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে মার্কিন দূতরা চুক্তিটি টিকিয়ে রাখতে কূটনীতি প্রচেষ্টা আরো জোরদার করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স অ্যাজেন্সি জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলে আল-শাফ এলাকায় দুটি পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা তাদের বাড়িঘর পরিদর্শন করতে গিয়ে ফিরে আসার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে। তারা তথাকথিত হলুদ সীমারেখা অতিক্রম করে শুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং ইসরাইলি সেনাদের জন্য ‘হুমকি’ তৈরি করেছিল।

৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি মানচিত্রে হলুদ সীমারেখাটি চিহ্নিত করা হয়েছে। ওই হলুদ রেখার পেছনে ইসরাইলি সেনারা হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অধীনে অবস্থান করছে।

তবে গাজা শহরের বাসিন্দারা দৃশ্যমান সীমানা না থাকার কারণে লাইনের অবস্থান নিয়ে বিভ্রান্তির কথা জানিয়েছেন। গাজা সিটির পূর্বে তুফাহ এলাকায় বসবাসকারী ৫০ বছর বয়সী সামির বলেছেন, ‘পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মানচিত্র দেখেছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে লাইনগুলো কোথায়।’

গাজার কর্মকর্তাদের মতে, ১০ অক্টোবর ‍যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরাইল ও হামাস ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের জন্য একে অপরের দিকে আঙুল তুলেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রোববার ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ৪২ জন নিহত হয়েছে। ইসরাইল জানিয়েছে, হামাস যোদ্ধাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত, হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি

আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

গাজা সিটির পূর্বাঞ্চলে আল-শাফ এলাকায় দুটি পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা তাদের বাড়িঘর পরিদর্শন করতে গিয়ে ফিরে আসার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইল। ফলে হামাসের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে মার্কিন দূতরা চুক্তিটি টিকিয়ে রাখতে কূটনীতি প্রচেষ্টা আরো জোরদার করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স অ্যাজেন্সি জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলে আল-শাফ এলাকায় দুটি পৃথক হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। তারা তাদের বাড়িঘর পরিদর্শন করতে গিয়ে ফিরে আসার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে। তারা তথাকথিত হলুদ সীমারেখা অতিক্রম করে শুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং ইসরাইলি সেনাদের জন্য ‘হুমকি’ তৈরি করেছিল।

৪ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি মানচিত্রে হলুদ সীমারেখাটি চিহ্নিত করা হয়েছে। ওই হলুদ রেখার পেছনে ইসরাইলি সেনারা হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির অধীনে অবস্থান করছে।

তবে গাজা শহরের বাসিন্দারা দৃশ্যমান সীমানা না থাকার কারণে লাইনের অবস্থান নিয়ে বিভ্রান্তির কথা জানিয়েছেন। গাজা সিটির পূর্বে তুফাহ এলাকায় বসবাসকারী ৫০ বছর বয়সী সামির বলেছেন, ‘পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মানচিত্র দেখেছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে লাইনগুলো কোথায়।’

গাজার কর্মকর্তাদের মতে, ১০ অক্টোবর ‍যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরাইল ও হামাস ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের জন্য একে অপরের দিকে আঙুল তুলেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রোববার ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ৪২ জন নিহত হয়েছে। ইসরাইল জানিয়েছে, হামাস যোদ্ধাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।